১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

নেইমারকে নিয়ে এখনই কথা নয়: জিদান

স্পোর্টস ডেস্ক:

গুঞ্জন নেইমারের পিছু ছাড়ছে না। আর তা যদি রিয়াল মাদ্রিদের সাথে যুক্ত হয়, তাহলে তো কথাই নেই। রেকর্ড ট্রান্সফারে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে যাওয়ার পর থেকেই নেইমারকে নিয়ে গুঞ্জন শুরু। পিএসজি ছেড়ে মাদ্রিদে চলে যাচ্ছেন তিনি— এমন গুঞ্জনে প্রতিদিনই ঘি ঢেলে যাচ্ছেন কেউ না কেউ। আর গণমাধ্যম তা পরিবেশন করছে হট-কেকের মতো। তবে ফুটবল বিশ্বের অন্যতম মুখরোচক এ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি রিয়ালের বস জিনেদিন জিদান। শুরু থেকেই বিষয়টি নিয়ে চুপ আছেন ফরাসি কিংবদন্তি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, নেইমারের ট্রান্সফারের বিষয়ে তার যদি কিছু বলার থাকে সেটা তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর বলবেন।

২৭ মে ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার জন্য লিভারপুলের বিপক্ষে লড়বেন জিদানের শিষ্যরা। আর সেই ম্যাচটিই ফ্রেঞ্চ কোচ জিদানের ভাবনার কেন্দ্রে। তার আগে লা লিগায় নিজেদের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে তারা। এর বাইরে এই মুহূর্তে আর কিছু ভাবতে রাজি নন তিনি। তবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পর তিনি খুশি মনেই নেইমারের ট্রান্সফার গুজব নিয়ে যে কোন প্রশ্নের উত্তর দিতে রাজি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি আসলে জিদান বলেছেন, ‘যে আমাদের দলের কেউ নয়, তার বিষয়ে আমি এখন কিছু বলবো না। আগামী দশ দিনে ২টি ম্যাচ বাকি আছে। তারপর আপনারা যা জানতে চান তা নিয়ে কথা বলবো।’

গেল বছর আগস্টে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। ফেব্রুয়ারিতে ইনজুরিতে পড়ে মাঠের বাইর চলে যাওয়ার আগে ক্লাবের হয়ে ২৮ ম্যাচে করেছিলেন ২৭ গোল। ৬ মার্চ অস্ত্রোপচারের পর থেকে আছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। মাঠে বাইরে থাকলেও তার ট্রান্সফারের গুঞ্জন মোটেও থেমে নেই। ডালপালা গজিয়ে রীতিমতো মহীরুহ আকার ধারণ করেছে। সাম্প্রতিক খবর, নেইমারের রিয়ালে যাওয়ার বিষয়টা নাকি একরকম পাকাপাকিই হয়ে আছে। শুধু ঘোষণাটা বাকি।

এদিকে নেইমার ছাড়াও আতলেতিকো মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড আনতোইন গ্রিজমানকে নিয়েও চলছে অনেক আলোচনা। তাকে নাকি দলে প্রায় ভিড়িয়ে ফেলেছেন আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ১০০ মিলিয়ন ইউরোতে বার্সায় যোগ দিচ্ছেন গ্রিজমান—এরকম একটি খবর ইউরোপীয় ফুটবলের আকাশে উড়ছে। তার স্বদেশির বিষয় নিয়ে প্রশ্ন করা হলে ৪৫ বছর বয়সী জিদানের উত্তর, ‘আমার কাছে কোন তথ্য নেই। দেখা যাক। আমি জানি না এটা তার জন্য ভালো হবে না, খারাপ হবে। এটা আমার দেখার বিষয় নয়।’

সূত্র : গোল ডটকম।

দৈনিক দেশজনতা/ টি এইচ

 

প্রকাশ :মে ১৯, ২০১৮ ৪:০৯ অপরাহ্ণ