১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

গাজায় যুদ্ধাপরাধ তদন্তে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার বিরোধিতা

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ফিলিস্তিনি প্রতিবাদকারীদের ওপর ইসরায়েলের গণহত্যা তদন্তে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ তদন্তকারী দল পাঠানোর পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার সংস্থা।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে ‘অবিলম্বে একটি স্বাধীন, আন্তর্জাতিক তদন্ত কমিশন পাঠানোর আহ্বান জানিয়ে করা একটি প্রস্তাবে ২৯ সদস্য রাষ্ট্র হ্যাঁ ভোট দিয়েছে। এর বিপক্ষে ভোট দিয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া। আর ১৪টি দেশ ভোট দেয়া থেকে বিরত থেকেছে। খবর আল জাজিরার।

প্রস্তাবে বলা হয়, ২০১৮ সালের ৩০ মার্চ থেকে শুরু হওয়া ফিলিস্তিনিদের নিরস্ত্র প্রতিবাদ আন্দোলনে ইসরায়েলি বাহিনীর গুলি করার সব অভিযোগ এবং নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। তদন্ত কমিশন আগামী মার্চ মাসের মধ্যে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করতে হবে।

ভোটের আগে শুক্রবার সকালে জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান জেইদ রাদ আল হুসেইন গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক তদন্তের প্রতি সমর্থন জানান। তিনি নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলির ঘটনার তীব্র সমালোচনা করেন।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে গাজাবাসীরা বিষাক্ত এক বস্তিতে আটকা পড়েছে এবং তাদেরকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মন্তব্য করেন জেইদ আল হুসেইন।

গত সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের প্রতিবাদে গাজা সীমান্তে বিক্ষোভ করে লাখো ফিলিস্তিনি। সেখানে সরাসরি গুলি চালিয়ে ৬২ জনকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এছাড়া আহত হয় তিন সহস্রাধিক ফিলিস্তিনি।

১৫ মে ইসরায়েলের ভূমি দখলের ৭০ বছর পূর্তি উপলক্ষে গত ৩০ মার্চ থেকে প্রায় আড়াই মাসব্যাপী গাজা সীমান্তে বিক্ষোভ করে লাখ লাখ ফিলিস্তিনি। সেখানে বিভিন্ন সময় গুলি করে অন্তত ১০৬ ফিলিস্তিনিকে হত্যা এবং কয়েক সহস্র ফিলিস্তিনিকে আহত করে ইসরায়েলি বাহিনী।

এ ঘটনার পর আন্তর্জাতিক আলোড়ন সৃষ্টি হয়। এর নিন্দা জানায় বিশ্বের বেশিরভাগ দেশ এবং প্রভাবশালী ও মানবাধিকার সংস্থা। কিন্তু শুরু থেকেই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গাজা সীমান্তে হতাহতের জন্য উল্টে হামাসকে দায়ী করে ট্রাম্প প্রশাসন।

এ কারণে এ ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিন্দা প্রস্তাব পাশ করতে এবং আন্তর্জাতিক তদন্তের প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৯, ২০১৮ ১:১৮ অপরাহ্ণ