১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৩

বাস থেকে উদ্ধার ১৫ কেজি গাজা, আটক ১

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে শহরের পাঁচুর মোড় এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ সাইদ আলী (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আধিপ্তরের সদস্যরা। শনিবার সকালে বাস থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক সাইদ লালমনিরহাট সদর উপজেলার কশায়কালী গ্রামের মোহাতাব আলীর আলী ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাকিব সরকার গণমাধ্যমকে জানান, সকালে শহরের পাঁচুর মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনে অভিযান চালানো হয়। এসময় ১৫ কেজি গাঁজাসহ সাইদকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৯, ২০১৮ ১২:৪৮ অপরাহ্ণ