১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

মের্কেল-পুতিন বৈঠক: ইরান চুক্তিতে থাকার বিষয়ে ঐক্যমত্য

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়া ইস্যু, দ্বিতীয় গ্যাস পাইপলাইন, ইরানের পরমাণু সমঝোতা চুক্তি এবং ক্রিমিয়া নিয়ে রাশিয়ার অবস্থানসহ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার সোচি শহরে বিশ্বের গুরুত্বপূর্ণ এ দুই নেতার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ইরানে পরমাণু চুক্তির চেয়ে ভালো কিছু হতে পারে না বলে মন্তব্য করেন মের্কেল৷ এছাড়া পূর্ব ইউক্রেনে অস্ত্রবিরতি ভঙ্গের ঘটনারও সমালোচনা করেন তিনি৷ খবর ডয়চে ভেলের।

বৈঠকে ইরান চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়ে যুক্তরাষ্ট্র কঠিন পরিস্থিতি তৈরি করেছে  উল্লেখ করে মার্কেল বলেন, ‘এটা হয়তো সবদিক থেকে যথাযথ চুক্তি নয়, কিন্তু এর চেয়ে ভালো কোনো চুক্তি হয়নি।’ সিরিয়ার ইস্যুতে পুতিন বলেন, ‘ইউরোপীয় দেশগুলোকে সিরিয়া পুননির্মাণে সহযোগিতা করা উচিত।’

দুই দেশের মধ্যে বেশ কিছু ইস্যুতে মতভেদের মাঝখানে ইরান পরমাণু চুক্তি নিয়ে জার্মানি ও রাশিয়ার একই দৃষ্টিভঙ্গিকে বিরল হিসেবেই দেখা হচ্ছে৷ সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার সমর্থন, তাদের ক্রাইমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসনসহ বেশ কয়েকটি ইস্যুতে রাশিয়ার কড়া সমালোচক জার্মানি। এছাড়া বৈঠকে দুই নেতাই পূর্ব ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ‘একমাত্র ভিত’ হিসেবে মিনস্ক চুক্তির কথা উল্লেখ করেন৷ তারা উভয়েই মনে করেন যে, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও ইউক্রেনের সম্মিলিত প্রচেষ্টাতেই এর বাস্তবায়ন সম্ভব৷

সেখানে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের সমালোচনা করেন মের্কেল৷ পুতিন ইউক্রেনে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অবস্থানের সমর্থন করেন৷ নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইন করা হলেও ইউক্রেনের মধ্য দিয়ে প্রথম গ্যাস পাইপলাইনটিও সচল রাখার পক্ষে জোরালো সমর্থন দেন মের্কেল৷ তিনি বলেন, ‘এক্ষেত্রে জার্মানি তার দায়িত্ব পালন করবে৷’ পুতিনও আশ্বস্ত করে বলেন যে, ‘অর্থনৈতিকভাবে লাভজনক হলে অবশ্যই গ্যাস সরবরাহ করব আমরা।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের বিষয়ে পুতিন বলেন, ‘আমি বুঝি, মার্কিন প্রেসিডেন্ট তার দেশের ব্যবসায়িক স্বার্থকেই আগে দেখছেন৷ ইউরোপের বাজারে তিনি তার দেশের পণ্যের সরবরাহ বাড়াতে চান৷ ডোনাল্ড শুধু মার্কিন প্রেসিডেন্টই নন, তিনি নিজেও একজন ভালো উদ্যোক্তা।’ বৈঠকের পর আলোচনা খুবই ‘ফলপ্রসূ’ হয়েছে বলে মন্তব্য করেন পুতিন। আর মের্কেল বলেন, ‘ভিন্নমত থাকলেও বড় সমস্যাগুলো কার্যকরী আলোচনার মাধ্যমেই সমাধান করা যায়।’

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১৯, ২০১৮ ১১:১৮ পূর্বাহ্ণ