১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

মাদ্রাসার অজু খানা ও টয়লেট হেলে পড়ায় বিপাকে শিক্ষার্থীরা

আশিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রতিনিধি:

ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পৌর সদর দূর্গারামপুরে সুলতানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর অজু খানা ও টয়লেট ভেঙ্গে পড়েছে ডোলভাংগা নদীর খালে।

ইসলাম প্রতিষ্ঠার জন্য নির্মিত দূর্গারামপুর সোলতানিয়া হাফেজিয়া মাদ্রাসা জাকাত,ফেতরার ও দানের টাকায় গড়ে উঠা এই দূর্গারামপুর সোলতানিয়া হাফেজিয়া মাদ্রাসা।কিছু দিন যাবৎ ভারি বৃষ্টি হওয়ার কারনে ও খাল থেকে মাটি রাস্তায় উত্তলনে এই ভাঙ্গের সৃষ্টি হয়েছে বলে জানান উক্ত মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক মো আবুল হুসেন।

তিনি বলেন আমি ১০ হাজার টাকা দিয়াছি ও বলেছি খাল থেকে মাটি কাটবেন না তার পরেও ভেকু দিয়ে মাটি কেটে নিয়েছে  । আবুল হুসেন আরো বলেন আমরা আমাদের মাদ্রাসার জায়গা ২ ফুট জায়গা রেখে দেয়াল নির্মিন করে ছিলাম তার পরেও এই হতাহতের স্বীকার হলাম ।

৫৫ শতাংশ জামিতে দূর্গারামপুর সোলতানিয়া হাফেজিয়া মাদ্রাসা গঠিত।সেখান থেকে কয়েক শতাধিক হাফেজ হয়েছে।বর্তমানে ৪২ জন হাফেজ ছাত্র এই মাদ্রাসায় রয়েছে।

এখন রোজার মাসকে সামনে রেখে টয়লেট অজুখানার চরম দূর্ভেোগের সম্মুখীন হতে হলো এতিম,মাসুম বাচ্চারা ও মুসুল্লিদের।

সরে জমিনে গিয়ে দেখা যায়, দেয়ালের গোড়ায় মাটি না থাকায় হেলে পড়েছে দেয়াল সহ টয়লেট ও অজুখানাটি। একত্রে সারিবদ্ধ ভাবে ছিল কয়েকটি অজখানা ও টয়লেট আর এখন পড়ে আছে খালে।হেলে পড়া অংশটি মেরামত করতে  ৫ লক্ষ টাকা খরচ হতে পারে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৮, ২০১৮ ৯:৩০ অপরাহ্ণ