১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

নওগাঁয় লাখ টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ৮ কেজি গাঁজাসহ সেকেন্দার হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

গোপন খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে সেকেন্দারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সেকেন্দার নওগাঁ সদর উপজেলার মাগুরা গ্রামের মৃত মোজাম্মেল হোসেন পুত্র।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সেকেন্দারের বাড়িতে মাদকের একটি বড় চালান বেচাকেনা চলছে বলে আমরা খবর পাই। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে পলিথিনে মোড়ানো চটের বস্তার ভেতর থেকে ৪টি প্যাকেটে ৮ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, সেকেন্দার অনেকদিন থেকে মাদক ব্যবসা করে আসছিলেন। এই ব্যাপারে থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৮, ২০১৮ ৮:০৩ অপরাহ্ণ