১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৩

শিবগঞ্জে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ এক ‘মাদক বিক্রেতা’ নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। উপজেলার ৪ নম্বর বেড়িবাঁধের তাঁতিপাড়া ঘাটে বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি তারা।
জানা গেছে, ওই এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযানে যায় র‌্যাব সদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও সাড়ে ছয় কেজি গাঁজা উদ্ধারের কথাও জানিয়েছে র‌্যাব।
 দৈনিক দেশজনতা/এন আর
প্রকাশ :মে ১৮, ২০১৮ ৬:১৬ অপরাহ্ণ