১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০১

নাটোরে বাজার তদারকি অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোর প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ার কয়েকটি বাজারে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। এ সময় খাদ্য পণ্যে ভেজাল না দিতে এবং মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন পরামর্শ দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন বানু এ অভিযান পরিচালনা করেন। পেড়াবাড়িয়া বাজারের ফারুক স্টোর, বিহারকোল বাজারে জুয়েল ও সাত্তার স্টোর, তমালতলা বাজারে জনপ্রিয় ফার্মেসি ও সিদ্দিক স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য পণ্য নিশ্চিত করতে উপজেলার কয়েকটি বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্যাবের উপজেলা সভাপতি আব্দুল মজিদ।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৮, ২০১৮ ৫:৫৩ অপরাহ্ণ