২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৭

বৃষ্টিবাধায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ

নিজস্ব প্রতিবেদক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের শুরুটা খারাপ হয়নি। তারকা ওপেনার মার্টিন গাপটিলের উইকেটটি হারালেও কিউইরা ওভারপ্রতি সাতের বেশি গড়ে রান তুলেছে। তবে বৃষ্টি হানা দিয়েছে এজবাস্টনে। বৃষ্টিবাধায় আম্পায়াররা দুদলের খেলোয়াড়দের সাজঘরে ফিরে যেতে নির্দেশ দিয়েছেন আম্পায়াররা। খেলা বন্ধ হওয়ার আগে শুক্রবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড ৯.৩ ওভারে ১ উইকেটে ৬৭ রান জমা করেছে স্কোরবোর্ডে। উইকেটে আছেন লুক রঞ্চি ২৪ ও অধিনায়ক কেন উইলিয়ামসন ১৬ রানে।

গাপটিল শুরুটা করেছিলেন নিজের স্বভাবসুলভ ভঙ্গিতেই। মাত্র ২১ বলেই করে ফেলেছিলেন ২৬ রান। এর মধ্যে পাঁচবার বলকে করেছেন মাঠ ছাড়া। কিন্তু অজি পেসার জস হ্যাজলউড তাকে থামিয়ে দিয়েছেন। নিউজিল্যান্ডের দলীয় ৪০ রানে বিদায় নেন গাপটিল। তাতে এজবাস্টনের ট্রান্স-তাসমানিয়ান ক্রিকেট যুদ্ধে শুরুতেই আগুনে উত্তাপ। ম্যাচের শেষ পর্যন্তও নিশ্চয় এই উত্তাপ বজায় থাকবে!

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২, ২০১৭ ৪:৪৮ অপরাহ্ণ