১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

চবি শিক্ষক আনোয়ারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক সহকারী প্রক্টর ও সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি দায়ের করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান তানভীর।

বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট একেএম আজহারুল হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী একটি প্রবন্ধে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, মুক্তিযুদ্ধকে দাঙ্গা, আওয়ামী লীগকে সাম্প্রদায়িক দল ও দলীয় প্রধান শেখ হাসিনাকে ধর্মের লেবাসধারী উল্লেখ করায় মামলাটি করা হয়েছে।

মামলায় দণ্ডবিধির ১২৩ক, ১২৪ক, ১৭৭, ৫০০, ৫০১, ৫০২ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

বাদীর আইনজীবী বলেন, আদালত আনোয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের আদেশ দিয়েছেন।

আসাদুজ্জামান তানভীর বলেন, অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী একটি প্রবন্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে দাঙ্গা বলে উল্লেখ করেছেন কিন্তু এর সপক্ষে তিনি কোনো ধরনের প্রমাণ কিংবা রেফারেন্স উল্লেখ করেননি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৭, ২০১৮ ৯:১৪ অপরাহ্ণ