১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

জাতিসংঘ ভেঙে পড়েছে-এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ ও সহিংসতার বিষয়ে জাতিসংঘ কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এর মধ্যদিয়ে জাতিসংঘ ভেঙে পড়েছে। বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ভাষণে এমনটি বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

গত সোমবার সব আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করে মার্কিন সরকার তেল আবিব থেকে দূতাবাস বায়তুল মুকাদ্দাসে স্থানান্তর করেছে। এর প্রতিবাদে সেদিন গাজার মানুষ ব্যাপক বিক্ষোভে অংশ নেয়। এ সময় ইসরায়েলে সেনাদের হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ ও অন্তত তিন হাজার ব্যক্তি আহত হয়। কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

এরদোগান বলেন, জাতিসংঘ অস্তিত্বহীন হয়ে পড়েছে। ভালো বন্ধুত্ব থাকার পরও জাতিসংঘের মহাসচিবের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে তিনি জানিয়েছেন।ফিলিস্তিনিদের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ইসরা্ইলি হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে উল্লেখ করে এর্দোগান বলেন, বিশ্বের অন্য কোথাও এমন হত্যাযজ্ঞ ঘটলে আন্তর্জাতিক সম্প্রদায় অনেক বেশি সক্রিয় হতো।

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র সভাপতি হিসেবে এর্দোগান আগামীকাল শুক্রবার ইস্তাম্বুলে ওই সংস্থার জরুরি বৈঠক ডেকেছেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৭, ২০১৮ ৭:৫৬ অপরাহ্ণ