আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ায় আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রচারণার জন্য মদের বোতলে সৌদি আরবের পতাকা ছাপিয়েছে জার্মানির এক কোম্পানি। এতে সমগ্র বিশ্বের মুসলমানদের ভাবাবেগে আঘাত লেগেছে বলে সমালোচনার ঝড় উঠেছে। বিয়ার কোম্পানির এই ঘটনাকে রিয়াদে অবস্থিত জার্মান দূতাবাস ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে।
রাশিয়াতে অনুষ্ঠিতব্য ফিফা ২০১৮ বিশ্বকাপ প্রচারের জন্য বিয়ার প্রস্তুতকারক সংস্থা ইচবাম বিয়ারের বোতলে সৌদি আরবের পতাকা ছাপিয়েছে জার্মানির এক কোম্পানি।
বিষয়টি ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরালও হয় ছবিটি। অনেকেই এই বিয়ার বোতল দোকান থেকে তুলে নেওয়ার দাবি জানাতে থাকেন।
জানা যায়, তীব্র সমালোচনার পর গত ১১ মে ইচবাম এবং রিয়াদে জার্মান দূতাবাস এই ইস্যুতে নড়েচড়ে বসে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কারও ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না তাদের। তাদের ক্ষমা চাওয়ার পরেই জার্মানির ওই বিয়ার প্রস্তুতকারক সংস্থা সৌদি আরবের পতাকার ছবি দেওয়া ওই বোতলের ক্যাপ উৎপাদন বন্ধ করে দেয়।
দৈনিক দেশজনতা/এন আর