১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৯

সিরাজগঞ্জে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিবেদক:
সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ অংশে খালকুলা বাজার এলাকায় বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে খালকুলা ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের করতকান্দি গ্রামের রবিন্দ্রনাথ রবি মাস্টারের ছেলে ও শাহজাদপুর ডিগ্রি কলেজের প্রভাষক গোপিন্দ্রনাথ গুপি (৪২) এবং তাড়াশের মাগুড়া ইউনিয়নের ঘরগ্রামের দুলাল হোসেনর ছেলে মো. সোহাগ হাসান (২৪)। এছাড়া আহত আমবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী রেনুকা খাতুন (৪০) সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে মারা যান বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম।
তাড়াশ থানা ওসি মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা হতে রাজশাহীগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে আরেকজনের মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৭, ২০১৮ ৫:১৯ অপরাহ্ণ