১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

কলম্বিয়ায় সেনাদের গুলিতে ৮ ফার্ক বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

কলম্বিয়ার ইকুয়েডর সীমান্তের কাছে সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে আট ভিন্নমতাবলম্বী ফার্ক বিদ্রোহী নিহত হয়েছেন। বুধবার বগোটা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপির।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাবেক এক ফার্ক নেতার নেতৃত্বে এ ভিন্নমতাবলম্বী বিদ্রোহীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ নেতা ২০১৬ সালে দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোশ সরকারের সঙ্গে ফার্ক স্বাক্ষরিত শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পুতুমাইয়ো অঞ্চলে এ সংঘর্ষ ঘটে। নিহতদের মধ্যে একজন সাবেক বিদ্রোহী কমান্ডার রড্রিগো ক্যাডেটের সহকারী।

ফার্কের অস্ত্র সমর্পণের আগে এই ভিন্নমতাবলম্বীরা ওই অঞ্চলে ইতিহাসের ভয়াবহতম হত্যাকাণ্ড চালিয়েছেন। তারা বহু সৈন্য ও বেসামরিক লোককে হত্যা করে বলে সামরিক বাহিনীর অভিযোগ।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৭, ২০১৮ ৪:৩০ অপরাহ্ণ