১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

মাগুরায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক:

শুক্রবার সকালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার যশমন্তপুর গ্রামে আওয়ামী লীগের বিবাদমান দুগ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে মসলেম বিশ্বাস(৬৫), হেমায়েত হোসেন (৪৫), কামাল (৪০), জাবের বিশ্বাস(১৮),  ও জয়কে (১৮) মুমূর্ষ অবস্থায় হ্সাপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, যশমন্তপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মসলেম আলী বিশ্বাস ও রফিক বিশ্বাসের মধ্যে স্থানীয় নেতৃত্ব ও আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিলো। আজ সকালে তুচ্ছ ঘটনা নিয়ে উভয় গ্রুপের সমর্থকদের মাঝে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে উভয় দলের সদস্যরা ধারালো অস্ত্র, লোহার রড় ও লাঠি ব্যাবহার করে বলেও জানান ওসি। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ২, ২০১৭ ৪:০৭ অপরাহ্ণ