১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২২

কলারোয়ায় গ্রেফতার জামায়াতের শুরা সদস্য

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাবাড়িয়া থেকে  তাকে গ্রেফতার করে পুলিশ।

বিপু (৪৫) উপজেলার জালালাবাদ গ্রামের মৃত আলফাজ রহমানের ছেলে ও সোনাবাড়িয়া সোনার বাংলা কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বিপুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ৪দলীয় জোট সরকারের আমলে সোনাবাড়িয়া সোনারবাংলা কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান আশফাকুর রহমান বিপু। নাশকতার মামলার পর কলেজের অধ্যক্ষ পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৬, ২০১৮ ৮:১৬ অপরাহ্ণ