২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২৮

চাঁদ দেখা যায়নি, রোজা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক:
বুধবার দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশের মুসলমানরা শুক্রবার থেকে রোজা রাখা শুরু করবেন। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ সিদ্ধান্ত জানান।
ধর্মমন্ত্রী মতিউর রহমান জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বুধবার বাংলাদেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শুক্রবার থেকে রোজা শুরু হবে।
অর্থাৎ, বৃহস্পতিবার ভোররাতে সেহরী খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শুক্রবার হবে প্রথম রোজা।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৬, ২০১৮ ৭:৫৯ অপরাহ্ণ