১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

বিশ্ব একাদশের হয়ে খেলবেন না সাকিব

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব একাদশের হয়ে ৩১ মে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচে খেলার কথা থাকলেও ওই ম্যাচে খেলবেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

হ্যারিকেনে বিধ্বস্ত পাঁচটি স্টেডিয়ামের পুনর্গঠনের জন্য আগামী ৩১ মে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বিশ্ব একাদশ। সেখানে বাংলাদেশ থেকে তামিম ইকবালের সঙ্গে ছিলেন সাকিব আল হাসানও। কিন্তু আইসিসি বুধবার (১৬ মে) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ব্যক্তিগত কারণে সাকিব এই দাতব্য ম্যাচ থেকে নাম প্রত্যাহার করেছেন। তাঁর বদলে বিশ্ব একাদশে সুযোগ পেয়েছেন নেপালের উঠতি লেগ স্পিনার সন্দ্বীপ লামিছানে।

ইয়ন মরগানের নেতৃত্বে বিশ্ব একাদশের দলের ছিলেন সাকিব, তামিমসহ আরও অনেকেই। সাকিবের নাম আগেই নিশ্চিত করা হয়েছিল। কিন্তু ৩১ মে লর্ডসের এই ম্যাচে সাকিব থাকছেন না।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৬, ২০১৮ ৬:৪১ অপরাহ্ণ