১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৩

খুলনা সিটিতে কাউন্সিলর হলেন যাঁরা

নিজস্ব প্রতিবেদক:

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছে। বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্র স্থগিত ছাড়া বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে ভোট সুষ্ঠুভাবে হয়েছে বলেও দাবি নির্বাচন কমিশনের। যদিও এ নির্বাচনের ১০০টি কেন্দ্রে পুনর্ভোট চেয়েছেন বিএনপির প্রার্থী।

খুলনা সিটির মোট চার লাখ ৯৩ হাজার ৯৩ জন ভোটার। এর মধ্যে নির্বাচন কমিশনের দেওয়া হিসাবে ৬৫ শতাংশের ওপর এ দিন ২৮৯টি কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন। তাঁরা মেয়র ছাড়াও ৩১ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচনেও ভোট দেন।

আজ বুধবার সকালে বেসরকারি ফলে দেখা যাচ্ছে, সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন নির্বাচিত হয়েছেন। ভোটকেন্দ্র স্থগিত থাকায় একটি ওয়ার্ডের ফল নিশ্চিত হওয়া যায়নি।

প্রাপ্ত বেসরকারি ফলে দেখা যাচ্ছে, খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত ১৩ জন, বিএনপির আটজন এবং নয়টি ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীরা সাধারণ কাউন্সিলর পদে জয়ী হয়েছেন। স্থগিত হওয়ার কেন্দ্রটি যে ওয়ার্ডে পড়েছে, সেই ৩১ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছেন।

নির্বাচিত কাউন্সিলররা ওয়ার্ড নম্বর ১ আব্দুর রাজ্জাক (আওয়ামী লীগ বিদ্রোহী), ওয়ার্ড নম্বর ২ সাইফুল ইসলাম (বিএনপি), ওয়ার্ড নম্বর ৩ মাস্টার আব্দুস সালাম (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর ৪ কবির হোসেন মোল্লা (স্বতন্ত্র), ওয়ার্ড নম্বর ৫ মোহাম্মদ আলী (স্বতন্ত্র), ওয়ার্ড নম্বর ৬ সামসুদ্দিন আহমেদ প্রিন্স (বিএনপি), ওয়ার্ড নম্বর ৭ সুলতান মাহমুদ পিন্টু (বিএনপি), ওয়ার্ড নম্বর ৮ ডালিম হাওলাদার (বিএনপি), ওয়ার্ড নম্বর ৯ এম মাহফুজুর রহমান লিটন (আওয়ামী লীগ বিদ্রোহী), ওয়ার্ড নম্বর ১০ কাজী তালাত হোসেন কাউট (আওয়ামী লীগ বিদ্রোহী), ওয়ার্ড নম্বর ১১ মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর ১২ মনিরুজ্জামান মনি (বিএনপি), ওয়ার্ড নম্বর ১৩ এস এম খুরশীদ আহমদ টোনা (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর ১৪ শেখ মোশারফ হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর ১৫ আমিনুল ইসলাম মুন্না (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর ১৬ (সোনাডাঙ্গা থানা) আনিসুর রহমান বিশ্বাস (স্বতন্ত্র); ওয়ার্ড নম্বর ১৭ শেখ হাফিজুর রহমান (বিএনপি বহিষ্কৃত), ওয়ার্ড নম্বর ১৮ হাফিজুর রহমান মনি (বিএনপি), ওয়ার্ড নম্বর ১৯ আশফাকুর রহমান কাকন (বিএনপি), ওয়ার্ড নম্বর ২০ শেখ গাউসুল আযম (বিএনপি), ওয়ার্ড নম্বর ২১ শামছুজ্জামান মিয়া স্বপন (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর ২২ কাজী আবুল কালাম আজাদ বিকু (আওয়ামী লীগ); ওয়ার্ড নম্বর ২৩ ইমাম হাসান চৌধুরী ময়না (স্বতন্ত্র), ওয়ার্ড নম্বর ২৪ শমসের আলী মিন্টু (বিএনপি), ওয়ার্ড নম্বর ২৫ মো. আলী আকবর টিপু (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর ২৬ গোলাম মাওলা শানু (স্বতন্ত্র), ওয়ার্ড নম্বর ২৭ জেড এ মাহমুদ ডন (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর ২৮ আজমল আহমেদ তপন (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর ২৯  ফকির  সাইফুল ইসলাম (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর ৩০ এস এম মোজ্জাফফর রশিদী রেজা (আওয়ামী লীগ), ওয়ার্ড নম্বর ৩১ আরিফ হোসেন মিঠু (স্বতন্ত্র)।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ১৬, ২০১৮ ৬:১৪ অপরাহ্ণ