১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১১ কি.মি. জুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক:

যানবাহনের চাপ ও মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১১ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

টানা দুই দিনের যানজট মঙ্গলবার রাতে কিছুটা কমলেও বুধবার সকাল থেকে আবার বাড়তে থাকে।

এদিকে ভবেরচর এলাকা থেকে ঢাকামুখী যানবাহন চলাচল ধীরগতি থাকলেও কুমিল্লাগামী সড়কটি প্রায় বন্ধ রয়েছে। যা অনেকটা হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে।

সূত্র আরও জানান, মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারাগাঁ ও কুমিল্লার দাউদকান্দি অংশে যানবাহনের অধিক চাপ রয়েছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ রয়েছে। তবে যানজট নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৬, ২০১৮ ২:৪৪ অপরাহ্ণ