স্পোর্টস ডেস্ক:
টানা দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শশাঙ্ক মনোহর।
আইসিসির নির্ধারিত নমিনি মনোহরের বিপক্ষে আর কেউ না দাড়ালে একক প্রার্থী হিসেবেই নির্বাচিত হোন তিনি।
খ্যাতিমান এই ভারতীয় আইনজীবী দুই মেয়াদে ছিলেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চেয়ারম্যান। ২০০৮ সাল থেকে ২০১১ পর্যন্ত প্রথম মেয়াদে, এরপর জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর ২০১৫ সালের অক্টোবর থেকে পরের বছরের মে পর্যন্ত দ্বিতীয় মেয়াদে। ওই দ্বিতীয় মেয়াদের সময় ভারতীয় বোর্ডের মনোনয়নে ছিলেন আইসিসির চেয়ারম্যানও। এর পর ২০১৬ সালের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান।
প্রথম স্বাধীন সভাপতি নির্বাচিত হবার পর ক্রিকেট কাঠামোয়া ব্যাপক পরিবর্তন আনেন মনোহর। যার ইতিবাচক সাড়া পড়ে পুরো ক্রিকেট বিশ্বে। নতুন দফায় দায়িত্ব নিয়েও জানিয়েছেন ক্রিকেটের অগ্রযাত্রায় আরো বড়ো পরিকল্পনা তুলে ধরবেন তিনি।
আগামী দুই বছরে ক্রিকেটের বিশ্বায়নে কাজ করাই হবে তার মূল চ্যালেঞ্জ। নতুন মেয়াদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন চলতি বছরের জুনে।
দৈনিক দেশজনতা/এন এইচ