স্পোর্টস ডেস্ক:
রাজস্থানকে হারিয়ে প্লে-অফের পথে এক পা বাড়িয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রাহানেদের হারানোর পর ১৩ ম্যাচে নাইটদের পয়েন্ট এখন ১৪। প্লে-অফ নিশ্চিত করতে ম্যাজিক ফিগার ১৬ পয়েন্ট। ম্যাচ হারলেও রাস্তা কঠিন হত শাহরুখের ফ্যাঞ্চাইজির। ঘরের মাঠে সেই অঘটন ঘটতে দেয়নি দীনেশ কার্তিকরা।
১৪২ রান তাড়া করতে নেমে রাজস্থানের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় নাইটব্রিগেড। তুলে নেয় গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট। ফলে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বর স্থান ধরে রাখল দীনেশরা। ৪১ রানে অপরাজিত থেকে ম্যাচ ফিনিশ করে আসেন নাইট দলপতি। কার্তিকের ইনিংস সাজানো ৫টি চার ও ১টি ছয় দিয়ে। রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে নারিনের ২১(৭ বলে) ও লিনের ৪৫ রান নাইটদের ব্যাটিং ইনিংসের ভিত গড়ে দেয়।
ম্যাচ জিতে অবশ্য স্বস্তি নেই নাইটদের। শেষ চারে জায়গা নিশ্চিত করতে শেষ ম্যাচ জিততে হবে তাদের। কোয়ালিফায়ারে পৌঁছনোর জন্য তাই ১৯মে সারাইজার্সের বিরুদ্ধে উপ্পলের ম্যাচই এখন কেকেআরের কাছে শেষ সুযোগ। সেই ম্যাচ হারলে অবশ্য অন্য দলের হার-জিতের উপর নির্ভর করবে নাইট ফ্র্যাঞ্চাইজির ভাগ্য। রাজস্থানের বিরুদ্ধে ২০ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কুলদীপ যাদব। এটিই কুলদীপের টি-টোয়েন্টি কেরিয়ারের সেরা বোলিং স্পেল।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

