১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

মধ্যপ্রাচ্যে অশান্তির পথে হাঁটছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমে এক অনুষ্ঠানে রেকর্ড করা এক বার্তায় বলেছেন, শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের সর্বোচ্চ আশা।কিন্তু সত্যিকার অর্থে তিনি সেই পথে হাঁটছেন না। মূলত ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিই এখানে মূল নিয়ামক হিসেবে কাজ করছে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এখন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিই পূরণ করেছে। জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের এই পদক্ষেপের পেছনে শক্ত লবিং ছিল বলে মনে করা হচ্ছে।-খবর বিবিসি বাংলার।

বিশেষ করে ডানপন্থী আমেরিকান ইহুদি যারা রক্ষণশীল বার্তা দেন, তাদের একটি প্রভাব রয়েছে ট্রম্পের নীতিনির্ধারকদের ওপর। খ্রিস্টান ধর্ম যারা মনেপ্রাণে বিশ্বাস ও পালন করেন, জেরুজালেম নিয়ে তাদের যে বক্তব্য আছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সেই বক্তব্য ধারণ করেন। তিনি বলেন, তিন হাজার বছরেরও বেশি সময় আগে রাজা ডেভিডের আমলে ঈশ্বরের সিদ্ধান্তে জেরুজালেম ছিল ইসরাইলের রাজধানী। ডালাসের ধর্মপ্রচারক রবার্ট জেফ্রিজ বাইবেল উদ্ধৃত করে আমাকে বলেছিল।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :মে ১৬, ২০১৮ ১০:০৭ পূর্বাহ্ণ