১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

ভারতে ফ্লাইওভার ধসে প্রাণ গেল ১২ জনের

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশের বেনারসে একটি নির্মাণাধীন ফ্লাইওভার ধসের ঘটনা ঘটেছে। এতে ১২ জনের প্রাণহানি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চারটি গাড়ি, একটি অটোরিকশা ও একটি মিনিবাস চাপা পড়েছে বলে জানা যায়।

মঙ্গলবার সন্ধ্যার আগে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।

ফ্লাইওভারের দুটি পিলার একসঙ্গে ভেঙে বিশাল আকারের কংক্রিট স্ল্যাব মাটিতে আছড়ে পড়ায় নিচে থাকা যানবাহন ও মানুষজন চাপা পড়ে। এতে কমপক্ষে অর্ধশতাধিক মানুষ চাপা পড়ে আছে।

এক টুইটবার্তায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :মে ১৫, ২০১৮ ৯:৫১ অপরাহ্ণ