নিজস্ব প্রতিবেদক:
আবারো বাড়ছে ওয়াসার পানির দাম। জুলাই থেকে সব শ্রেণির গ্রাহকের জন্য ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে যাচ্ছে ঢাকা ওয়াসা। সংস্থাটির আইন অনুযায়ী, প্রতি বছর সর্বোচ্চ ৫ শতাংশ হারে দাম বাড়াতে পারে ওয়াসা বোর্ড।
মঙ্গলবার (১৫ মে) দুপুরে ঢাকা ওয়াসা কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান।
বর্তমানে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট বা ১ হাজার লিটার পানির জন্য গুনতে হচ্ছে ১০ টাকা ৫০ পয়সা। জুলাই থেকে তা বেড়ে দাঁড়াবে ১১ টাকা ২ পয়সা। অর্থাৎ ইউনিট প্রতি ৫২ পয়সা বাড়ছে।
আর বাণিজ্যিক গ্রাহকদের ক্ষেত্রে ৩৩ টাকা ৬০ পয়সা থেকে ইউনিট প্রতি পানির দাম বেড়ে দাঁড়াবে ৩৫ টাকা ২৮ পয়সা। অর্থাৎ ২ টাকা ৬৮ পয়সা বাড়বে ইউনিট প্রতি।
ঢাকা ওয়াসা বলছে, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই আবারো পানির দাম সমন্বয় করতে হচ্ছে তাদের। রমজানে ঢাকায় পানি সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও আশ্বাস দিয়েছে রাজধানীজুড়ে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানটি।
দৈনিক দেশজনতা/এন এইচ