২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৬

৩ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জ, চুয়াডাঙ্গা ও নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসব সড়ক দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জের মাধবপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সকালে সিলেটমুখী শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৩ জন ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হন আরও ৪ জন। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ নামে আরেকজনের মৃত্যু হয়।

জানা যায়, জয়রামপুরের মল্লিকপাড়ার মৃত আলা উদ্দিন হোসেনের আহসান হাবিব তপন মোটরসাইকেলযোগে ছেলে তৌফিককে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় জয়রামপুর কুঠিপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটি ধাক্কা দেয়। আহত অবস্থায় উদ্ধার করে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তপনকে মৃত ঘোষণা করেন। এছাড়া চুয়াডাঙ্গার কাথুলি নামক আক্কাস আলির স্ত্রী সুফিয়া বেগম রাস্তা পার হওয়ার সময় একটি ভটভটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে কাভার্ডভ্যান চালক মানিক নিহত হয়েছেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নাটোর সদর হাসপাতালে তিনি মারা যান। এর আগে সকালে তাকে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত মানিক জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি মধ্যপাড়ার হাসান আলীর ছেলে।

ফায়ার সার্ভিস কর্মী হারুন অর রশিদ জানান, মানিক কাভার্ডভ্যান নিয়ে ঢাকা থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে বড়াইগ্রামের মহিষভাঙ্গা এলাকায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৫, ২০১৮ ২:৫৪ অপরাহ্ণ