স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চলছে এখন শেষ সময়ের দ্বৈরথ। আট দলের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের পর চেন্নাই সুপার কিংসও নিশ্চিত করে ফেলেছে প্লে-অফ। অন্যদিকে দিল্লি ডেয়ারডেভিলসের সব আশা শেষ। কিন্তু প্লে-অফে অপর দুটি জায়গার জন্য লড়াইয়ে আছে ৫ দলই। যেখানে নিজেদের টিকিয়ে রাখতে সোমবার রাতে মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে গড়াবে ম্যাচটি।
কলকাতা এবং রাজস্থান দুই দলের অবস্থান পাশাপাশি। ১২ ম্যাচে ৬ জয় আর সমান সংখ্যক পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে কলকাতা। রাজস্থানেরও সমান ম্যাচে সমান পয়েন্ট। তবে তাদের অবস্থান চতুর্থ। এম্যাচে হার দুই দলের জন্যই পরের রাউন্ডের আশা শেষ করে দিতে পারে। ইডেনের ম্যাচটি তাই রোমাঞ্চকরই হওয়ার কথা।
নিজেদের শেষ ম্যাচে দুই দলই জয় পেয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে রাজস্থান রয়্যালস। কলকাতা পাঞ্জাবের বিপক্ষে আগে ব্যাট করে ২৪৫ রান করেছিল সেই ম্যাচে। লক্ষ্য তাড়ায় পাঞ্জাব ২১৪ রান করে। দারুণ ব্যাট করেছেন সুনিল নারিন, দিনেশ কার্তিকরা। ওদিকে রাজস্থান রয়্যালসে জস বাটলার রয়েছেন দুর্দান্ত ফর্মে।
বাটলার অনেক ম্যাচেই পার্থক্য গড়ে দিচ্ছেন একা। তার শেষ চার ইনিংস হচ্ছে- ৯৪*, ৯৫*, ৮২, ৫১। তাই ইডেনে লড়াইটা কেকেআর বনাম বাটলারও হয়ে উঠতে।
দৈনিকদেশজনতা/ আই সি