১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৭

দিনাজপুরে কয়লা খনিতে শ্রমিক ও কর্মকর্তা সংর্ঘষে আহত ২০

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে শ্রমিক ও কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারী শ্রমিক ও গ্রামবাসীর সংর্ঘষে ২০ জন আহত হয়েছেন।

শ্রমিক-কর্মচারী ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসীরা ডাকা ধর্মঘটের তৃতীয় দিন মঙ্গলবার সকাল ৯টার সময় খনিতে প্রবেশ করা নিয়ে সংর্ঘষের এ ঘটনা ঘটে। আহত শ্রমিক ও কর্মকর্তাদেরকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খনি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, বড়পুকুরিয়া শ্রমিক কর্মচারী ইউনিয়নের অর্গানোগ্রাম অনুযায়ী আউট সোসিং শ্রমিকদের স্থায়ী নিয়োগ প্রদান, বকেয়া ৯ মাসের বেতন-ভাতা, প্রফিট বোনাস, ফেস বোনাসসহ বিভিন্ন ভাতা প্রদানসহ ১৩ দফা ও খনির কারণে ক্ষতিগ্রস্থ ২০ গ্রামের সমন্বয় কমিটির ৬ দফা দাবিতে অনিদিষ্ট কালর জন্য ধর্মঘট চালিয়ে আসছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৫, ২০১৮ ১:৩৬ অপরাহ্ণ