১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৭

পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনির রাজধানী: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

জেরুজালেম ইসরায়েরলের নয় বরং ফিলিস্তিনির রাজধানী হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এছাড়া তেলআবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ বলেও জানান তিনি। সম্প্রতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন।

এদিকে তুর্কি গণমাধ্যম আনাদলু এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার লন্ডনে টার্কেন ফাউন্ডেশন আয়োজিত ডিনারে অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোগান বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া সত্ত্বেও পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনির রাজধানী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১৫, ২০১৮ ১২:২৮ অপরাহ্ণ