১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ

খুলনা প্রতিনিধি:

২৫, ২৬ ও ২২ নম্বর ওয়ার্ডের বহু কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ২২ নম্বর ওয়ার্ডের জেলা স্কুল কেন্দ্রে ভোটগ্রহণের শুরুতে কোনো এজেন্ট পাওয়া যায়নি। এ ওয়ার্ডের একজন কাউন্সিলরকে মারধর করারও অভিযোগ পাওয়া গেছে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৩১টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরামহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন শহরবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মেয়র পদপ্রার্থীসহ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৯১ জন প্রার্থী।

সকাল ৮টার পরপরই নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেক নগরীর সাউথ সেন্ট্রাল রোডের পাওনিয়ার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
খুলনা সিটি নির্বাচনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ধানের শীষ ও নৌকা প্রতীক। ধানের শীষ প্রতীকে লড়াই করছেন নজরুল ইসলাম মঞ্জু আর নৌকা প্রতীকে তালুকদার আবদুল খালেক।

নির্বাচনের আগের রাতে খুলনা নগরীর চেহারা ছিল অস্বাভাবিক। আপাতত শান্ত শহরে বিরাজ করছে চাপা উত্তেজনা। শহরজুড়ে চলছে পুলিশি টহল। বিএনপি নেতাকর্মীদের ঘিরে পুলিশি অভিযান চালানো হয়েছে। হোটেল-রেস্তোরাঁয় ছিল পুলিশি নজরদারি।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ১৫, ২০১৮ ১০:০৮ পূর্বাহ্ণ