২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৭

উত্তাল গাজায় রক্ত বন্যা, নিহত বেড়ে ৩৭

আন্তর্জাতিক ডেস্ক:

বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছে গাজাসহ পুরো ফিলিস্তিনি। উত্তাল গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে এপর্যন্ত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭০০ জনেরও বেশি।

সোমবার গাজা সীমান্তে নির্মিত ইসরাইলি বেড়ার কাছে কয়েকটি পয়েন্টে বিক্ষোভকারীরা জড়ো হলে ইসরাইলি বাহিনী তাদের লক্ষ্য করে মারণাস্ত্র, টিয়ারগ্যাস নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৯১৮ জন আহতের মধ্যে অন্তত ৭৪ জনের বয়স ১৮ বছরের নিচে এবং ২৩ জন নারী ও ৮ জন সাংবাদিক রয়েছে।

মার্কিন দূতাবাস তেল অভিভ থেকে জেরুজালেমে সরানোর প্রতিবাদ ও ‘গ্রেট মার্চ রিটার্ন মুভমেন্টে’র অংশ হিসেবে সোমবার সকাল থেকেই অবরুদ্ধ গাজায় হাজার হাজার ফিলিস্তিনি ইসরাইল সীমান্তে নির্মিত অত্যন্ত সুরক্ষিত বেড়া অতিক্রম করার চেষ্টা করেন।

তাদের ছত্রভঙ্গ করতে প্রতিবাদকারীরা জড়ো হলে তাদের ওপর মারণাস্ত্র ছুড়ে ইসরাইলি বাহিনী। এছাড়াও, সেখানে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে সৈন্যরা।

১৯৪৮ সালে ১৫ মে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং পর শত শত ফিলিস্তিনিদের তাদের গ্রাম থেকে উচ্ছেদ করা হয়। প্রতিবছর এদিনটিকে ফিলিস্তিরা নাকবা বা ‘বিপর্যয়’ হিসেবে পালন করেন।

গত ডিসেম্বরে ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেন প্রেসিডেন্ট। এই স্বীকৃতির অংশ হিসেবেই দেশটি আজ সোমবার তার দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিচ্ছে।

মার্কিন দূতাবাসের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভকারীরা পশ্চিম তীরের অধিকৃত শহর রামাল্লা ও হিব্রোনেও জড়ো হয়ে বিক্ষোভ করছেন। রামাল্লায়, নগরীর কেন্দ্র থেকে কুয়ালান্দিয়া সামরিক চেকপয়েন্টে ফিলিস্তিনিরা প্রতিবাদ করছেন।

১৯৪৮ সাল থেকে যেসব ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল, সেসব ফিলিস্তিনের শরণার্থীদের তাদের নিজ ভূমিতে ফিরে যাবার অধিকার দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে গাজা স্ট্রিপের বিক্ষোভ চলছে। গত ৩০ মার্চ এই বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এপর্যন্ত প্রায় ৭৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সৈন্যরা এবং আহত হয়েছেন ৮,৫০০ জনেরও বেশি। আল জাজিরা

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১৪, ২০১৮ ৭:৪০ অপরাহ্ণ