১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৯

শর্তসাপেক্ষে কক্সবাজারে ১৭০০ গাছ কাটার অনুমতি

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালীতে তেল শোধনাগার প্রকল্পের জন্য  শর্তসাপেক্ষে ১ হাজার ৭০১টি গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ডিপোতে আমদানি করা জ্বালানি তেল পরিশোধনের জন্য মহেশখালীতে সরবরাহ করা হবে। এ জন্য ‘ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় ১৯০ দশমিক ৯৫৬ একর সংরক্ষিত বনভূমির গাছ কাটার প্রয়োজন পড়বে। তেল শোধনাগার নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য ১ হাজার ৭০১টি গাছ কাটা হবে। এ বনজ সম্পদের ক্ষতিপূরণ ধরা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৭৫ হাজার টাকা।

তিনি আরো বলেন, ভূমি ব্যবহারের জন্য বিপিসিকে প্রতিবছর একর প্রতি দুই হাজার ৪০০ টাকা রাজস্ব দিতে হবে। যে পরিমাণ গাছের ক্ষতি হবে, তার পাঁচগুণ গাছ লাগাতে হবে। বিপিসিকে ১০ বছর গাছের রক্ষণাবেক্ষণ করতে হবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে পরিবহন খরচ ও অপচয়সহ সরকারের বাৎসরিক প্রায় ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১৪, ২০১৮ ৬:০৭ অপরাহ্ণ