১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

সালাহর কাছে হেরে গেল রোনালদো!

স্পোর্টস ডেস্ক:

চোখ জুড়ানো এক মৌসুম রেকর্ডের মাধ্যমেই শেষ করলেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। যার কাছে হার মানতে হলো অ্যালান শিয়েরার, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুইস সুয়ারেজকে।

চলতি মৌসুমে গতকাল ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে নিজের ৩২তম গোল করলেন সালাহ। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে করা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।

৩৮ ম্যাচের প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড এতদিন ছিল অ্যালান শিয়েরার, ক্রিস্টিয়ানো রোনালদো এবং লুইস সুয়ারেজের দখলে। সেই রেকর্ড থেকে রোনালদো-সুয়ারেজদের নাম মুছে দিয়ে নিজের নাম লেখালেন মিশরীয় তারকা সালহা।

গতকাল আনফিল্ডে ম্যাচ শুরুর ২৬তম মিনিটেই মৌসুমে উড়তে থাকা সালাহ প্রথমে লিভারপুলকে এগিয়ে নিল। ডোমিনিক সোলাঙ্কির পাস পেয়ে জোরালো শটে বল জালে পাঠান তিনি। সালাহর রেকর্ডের দিনে ব্রাইটনদের হারিয়ে লিগে চতুর্থ স্থানে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ করে নিয়েছে লিভারপুল। মৌসুমের শুরুতে রোমা থেকে আসা মিশরের এই ফরোয়ার্ড লিভারপুলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে মোট ৪৪ গোল করেছেন।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৪, ২০১৮ ১:১০ অপরাহ্ণ