১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২০

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আল-আমিন (৫) ও সিয়াম (৩)। তারা ওই এলাকার মিজানের ছেলে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির গণমাধ্যমকে জানান, সকালে এক বাড়ি থেকে অন্য বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার কাজ চলছিলো। নতুন তারের সঙ্গে পুরনো লাইনের সংযোগ দেয়ায় উভয় তারে বিদ্যুৎ সঞ্চালন হয়ে যায়। এ সময় মাটিতে থাকা তারের সঙ্গে জড়িয়ে আমিন ও সিয়াম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ১৪, ২০১৮ ১২:৪৮ অপরাহ্ণ