১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

ছেলের রেস্তোরাঁ নিয়ে ব্যস্ত মৌসুমী

বিনোদন ডেস্ক:

ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টর লেকপাড়ে চালু হতে যাচ্ছে ‘মেরি মন্টানা’ নামের একটি রেস্তোরাঁ। এই রেস্তোরাঁর মালিক ঢালিউডের নায়িকা মৌসুমীর ছেলে ফারদীন। ছেলের রেস্তোরাঁ যেন সঠিক সময়ে চালু হয়, সে বিষয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে চলছেন মৌসুমী। তাই আপাতত কোনো কাজকর্মও করছেন না।

মৌসুমী বলেন, ‘আমার ছেলের ইচ্ছের কারণে এটি চালু করার সিদ্ধান্ত নিয়েছি। শুরুর দিকে আমি ও সানী (ওমর সানি) দুজনেই সময় দেব। ও যখন পুরোপুরিভাবে সবকিছু আয়ত্তে নিয়ে আসতে পারবে, তখন আমরা সরাসরি যুক্ত থাকব না। আমার ছেলে তো রেস্তোরাঁ নিয়ে খুবই সিরিয়াস। সারাক্ষণ দেশের ও দেশের বাইরের বিভিন্ন রেসিপি নিয়ে গবেষণা করে যাচ্ছে। হোটেলটিতে মেক্সিকান ও ফিউশনধর্মী খাবার থাকবে বেশি। আর দামটাও মানুষের কথা চিন্তা করেই করা হবে। আশা করছি, আমাদের এখানকার খাবার সবাই বেশ উপভোগ করবেন।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ২, ২০১৭ ১২:০০ অপরাহ্ণ