২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:২৮

রাতে মাঠে নামবে গেইলের পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক:      

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সোমবারের খেলায় মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় পেতে হবে বেঙালুরুকে। অন্যদিকে টেবিলে সুবিধাজনক অবস্থায় থাকলেও ম্যাচ জিতে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতে চাইবে পাঞ্জাব। ইন্দোরে বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

১১ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে বিরাট কোহলির বেঙালুরু। তাদের পরে আছে কেবল দিল্লি ডেয়ারডেভিলস। যারা এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। তবে নিজেদের শেষ ম্যাচে দিল্লিকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বেঙালুরু। স্বরূপে ফিরে এসেছেন দলের ব্যাটিং লাইন আপের দুই স্তম্ভ কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। তবে দলটির বড় দুর্বলতা বোলিংয়ে। টুর্নামেন্টে নিজের কবজির ঝলক সেইভাবে দেখাতে পারছেন না রিস্ট-স্পিনার যুজবেন্দ্র চাহাল। উমেশ যাদব, টিম সাউদিরাও প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারছেন না। অবশ্য চলতি আসরে দুই দলের প্রথম দেখায় জয় পেয়েছিল বেঙালুরুই।

এদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারলেও টুর্নামেন্টে ভালো অবস্থানেই আছে প্রিতি জিনতার দলটি। ১১ ম্যাচে ৬ জয় নিয়ে টেবিলের তিন নম্বরে আছে পাঞ্জাব। ব্যাটিং-বোলিং লাইন আপ মিলিয়ে দারুণ ব্যালেন্সিং একটি দল তারা। যেকোনো দলকে হারিয়ে দেয়ার সামর্থ্য রাখে। বিশেষ করে দুই ওপেনার লোকেশ রাহুল ও ক্রিস গেইল যেকোন সময়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। আর তাদের যেকোনো একজন ক্রিজে দাঁড়িয়ে গেলে সেটা প্রতিপক্ষের জন্য বিভীষিকাই হয়ে ওঠে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১৪, ২০১৮ ১১:৪০ পূর্বাহ্ণ