১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার মুরাদনগরে বৈদ্যুতিক গোলোযোগ থেকে ঘটা অগ্নিকাণ্ডে একটি গার্মেন্ট ঝুটের গুদাম পুড়ে গেছে। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। রোববার দিবাগত রাত ৩টার দিকে বায়েজিদ মৃধাপাড়া ২ নম্বর সড়কের ওই ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঝুটের গুদামটি স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদের। তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার গার্মেন্ট ঝুট ব্যবসায়ী। বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার এনামুল হক জাগো নিউজকে বলেন, ‘রাত ৩টা ১০ মিনিটের দিকে আমরা খবর পাই- গার্মেন্ট ঝুটের গুদামে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা ৩৫ মিনিট চেষ্টা চালিয়ে রাত ৪টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হই।’

তিনি আরও জানান, আগুনে একজন মালিকের একটি সেমিপাতা গুদামঘর পুড়ে গেছে। এত প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ২০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেন।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :মে ১৪, ২০১৮ ১০:৫৯ পূর্বাহ্ণ