১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

গাজীপুরের কালীগঞ্জে বাড়ির গেট ভেঙে পড়ে কিশোরের মৃত্যু

আতিকুর রহমান , গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জে বাড়ির গেট ভেঙে পড়ে ইমন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

১৩ মে রবিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ খলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন (১৫) ওই এলাকার মোবারক হোসেনের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে কালীগঞ্জ থানার এসআই আবদুর রহমান জানান, একটি অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির কাজ চলছিল সেখানে। ইমন প্যান্ডেল তৈরির কাজে সহযোগিতা করতে বাড়ির গেটের ওপর ওঠে।
এ সময় গেট ভেঙে গেলে সে নিচে পড়ে যায় এবং ওই বাড়ির গেটের ওপরের অংশ ভেঙে ইমনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৩, ২০১৮ ৯:০২ অপরাহ্ণ