১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

কুবি শিক্ষার্থী-হামলাকারীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবির) শিক্ষক-শিক্ষার্থীদের বাসে হামলার ঘটনাকে কেন্দ্র করে হামলাকারী দুর্বৃত্তদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (১৩ মে) কুবির শিক্ষক-শিক্ষার্থীদের বাসে পুলিশের উপস্থিতিতে দুর্বৃত্তরা আকস্মিক হামলা চালায় বলে অভিযোগ করছে শিক্ষার্থীরা।

হামলার শিকার কুবি শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, রবিবার (১৩ মে) কুবির শিক্ষার্থীরা কোটা আন্দোলন এর কর্মসূচি শেষে কুবির বাসে করে শহরের উদ্দেশ্যে রওনা হয় তারা। এসময় কুবির শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের মোট তিনটি বাস প্রায় এক সঙ্গেই শহরের দিকে যাচ্ছিল।

শহরে ফেরার পথে যাওয়ার সময় কুমিল্লা পুলিশ লাইন্সের কাছেই কুবির বাসগুলো পুলিশ থামালে, আকস্মিকভাবে কিছু দুর্বৃত্ত বাসগুলোতে হামলা চালায়। জানা গেছে, হামলাকারীদের অধিকাংশই কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী।
হামলার ঘটনাকে কেন্দ্র করে কয়েক দফায় সংঘর্ষ চলে কুবির শিক্ষার্থী ও হামলাকারীদের মধ্যে। পরে পুলিশ সংঘর্ষ থামিয়ে ওই এলাকায় অবস্থান নেয়।

কুবির শিক্ষার্থীরা বর্তমানে কুমিল্লা টাউন হলে অবস্থান নিয়েছে। হামলার শিকার শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, কুবির প্রায় ২৪ জন শিক্ষার্থী আহত হয়েছে, এর মধ্যে ৪ জন গুরুতর ভাবে জখম হয়েছে।
কুবির শিক্ষার্থীদের ধারণা, কোটা আন্দোলন বাঞ্চাল করার জন্যই এমন হামলা চালানো হয়েচে তাদের ওপর।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ১৩, ২০১৮ ৮:৫১ অপরাহ্ণ