১২ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:২৪

হিমাচলে বাস খাদে, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে পাহাড়ের খাদে বাস পড়ে কমপক্ষে সাতজন নিহত ও ১২ জন আহত হয়। পুলিশের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া আজ রবিবার এ খবর দেয়।

হিমাচল প্রদেশের সোলান-রাজগড় মহাসড়কের নায়েনটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ‘পাহাড়ি সরু রাস্তায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।’

উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার কাজে নেমে পড়ে।

তিনি বলেন, বাসের ভেতর থেকে সাত যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপরদিকে আহত অবস্থায় ১২জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

চালক ও হেলপারসহ বাসে প্রায় ২০ জন যাত্রী ছিলো। বাসটি রাজগড়ে যাচ্ছিলো।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১৩, ২০১৮ ৬:৩৮ অপরাহ্ণ