স্পোর্টস ডেস্ক:
চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই ফাঁকা আছে পদটা। এখনো নতুন কোচের দেখা পায়নি বাংলাদেশ। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, আসন্ন আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করতে পারেন কোর্টনি ওয়ালশ।
সেই নভেম্বরে দায়িত্ব ছেড়েছিলেন হাথুরু, এরপর পেরিয়ে গেছে ৬ মাস। সামনেই আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। সেই সিরিজেও নিদাহাস ট্রফির কোচিং স্টাফই দলের সাথে যাবেন বলে জানান আকরাম খান, ‘যেহেতু আমরা নতুন কোচ পাইনি, তাই শেষ সিরিজে যারা স্টাফ ছিলেন তারাই থাকবেন। শ্রীলংকা সফরে যারা যে দায়িত্বে ছিল সেই দায়িত্বেই থাকবে।
ওয়ালশ হেড কোচের দায়িত্ব পালন করবেন কিনা সেটা এখনও বলা যাচ্ছে না। যদি এর মাঝে নতুন কাউকে পেয়ে যাই তাহলে সেটা জানতেই পারবেন। বোর্ড কোচ খুঁজছে, তারা তো বসে নেই। তবে শেষ সিরিজে যেহেতু ভালো করেছেন তাই ওয়ালশই কোচের দায়িত্ব পালন করতে পারেন।’
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে দেহরাদুনে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, ‘বাংলাদেশ দল ভারতে যাচ্ছে এই মাসের ২৯ তারিখে। সেখানে আফগানিস্তান তাদের কিছু ক্রিকেটার ও স্থানীয় কয়েকজনকে নিয়ে একটা দল গড়ে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। তবে এখন পর্যন্ত এটা নিয়ে নিশ্চিত করে বলতে পারছি না কিছু।’
দৈনিক দেশজনতা/ এন আর