১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের জালালাবাদে একাধিক বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

রবিবার দুপুরের দিকে পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরের কাস্টম হাউজ ডিপার্টমেন্টের কাছে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাস্টম হাউজ ডিপার্টমেন্টের কাছে তারা অন্তত তিনটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান। এই হামলাকে একটি সংঘবদ্ধ হামলা বলে মনে করছেন দেশটির কর্তৃপক্ষ।

এই বোমা বিস্ফোরণের পরপরই আফগান নিরাপত্তা বাহিনী ও অজ্ঞাত কয়েকজন বন্দুকধারীর সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আল জাজিরা

দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :মে ১৩, ২০১৮ ৫:৩১ অপরাহ্ণ