১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২০

যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম রুটে ধর্মঘট কাল

চট্টগ্রাম প্রতিনিধি:

যানজট নিরসন, জনভোগান্তি দূরসহ বিভিন্ন দাবিতে আগামীকাল ঢাকা-চট্টগ্রাম রুটে ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম আন্তঃজেলা বাস মালিক সমিতি ও শ্রমিক-পরিবহন ইউনিয়ন।

আজ রবিবার দুপুরে পরিষদের সদস্যসচিব মৃণাল চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেনীর ফতেপুর, মেঘনা সেতু, সীতাকুণ্ডের বড় দারোগাহাট স্কেলসহ বিভিন্ন স্থানে দুঃসহ যানজট সহনীয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো যান চলাচল করবে না। এ ছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরদিন দুপুর ১২টা থেকে তিন ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ থাকবে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৩, ২০১৮ ২:৩১ অপরাহ্ণ