স্পোর্টস ডেস্ক:
দুই দলই খেলেছে ১১টি করে ম্যাচ। হার-জিতও সমান সমান। ৫ ম্যাচে জয়, ৬ ম্যাচে। তবে নেট রান রেটের বিবেচনায় এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা আছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। আর রাজস্থান রয়্যালস ৬ নম্বরে। ঠিক এরকম সমীকরণ নিয়ে মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে শুরু হবে খেলাটি।
এবারের আসরটা হার দিয়েই শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই। তবে শেষ দিকে এসে জয়ের ধারায় ফিরেছে দলটি। সর্বশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১০২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল। তবে এবারের আসরের প্রথম দেখায় অবশ্য রাজস্থানের কাছে ৩ উইকেটে হেরেছিল মুম্বাই। বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ এবারই প্রথম মুম্বাইয়ের হয়ে খেলছেন। এ আসরে ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু দলের শেষ ৫ ম্যাচে ডাগ আউটেই বসে থাকতে হয়েছে তাকে।
অন্যদিকে নিজেদের সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দারুণ উজ্জীবিত আজিঙ্কা রাহানের রাজস্থান। সেই সাথে চলতি আসরেই প্রথম দেখায় ঘরের মাঠে মুম্বাইকে হারানোর তাজা স্মৃতি রাজস্থানকে নিঃসন্দেহে আত্মবিশ্বাসী রাখবে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

