১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৫

‘জিনের বাদশা’ চক্রের ফাঁদে পড়ে ধর্ষণের শিকার মা-মেয়ে

গাইবান্ধা প্রতিনিধি:

‘জিনের বাদশা’ নামে একটি প্রতারকচক্রের বিরুদ্ধে মা-মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গুপ্তধন দেয়ার প্রলোভন দেখিয়ে জামালপুর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ডেকে এনে তাদেরকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শুক্রবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাখালী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জের এই প্রতারকচক্র গভীর রাতে সাধারণ মানুষের মোবাইল ফোনে ফোন করে ধর্মীয় কথাবার্তা বলে তাদের সঙ্গে প্রতারণা করে আসছে। একই কৌশলে প্রতারকচক্রের সদস্যরা ওই মা-মেয়ের মোবাইল নম্বর সংগ্রহ করে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে কৌশলে তাদের কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর গুপ্তধন দেয়ার কথা বলে জামালপুর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ডেকে আনে। এরপর গুপ্তধনের স্থানে নেয়ার কথা বলে গোবিন্দগঞ্জ থেকে তাদের মোটরসাইকেলে করে কাটাখালী নদীর বালুচরে নিয়ে যাওয়া হয়। প্রতারকরা সেখানে মা-মেয়েকে রাতভর ধর্ষণের পর তাদের ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনার পর শনিবার সকালে মা-মেয়ে গোবিন্দগঞ্জ থানায় আশ্রয় নেন। গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৩, ২০১৮ ১২:৩৫ অপরাহ্ণ