১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩১

গাংনীতে বজ্রপাতে নিহত ১,আহত ৪

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদী গ্রামে বজ্রপাতে জিয়াউর রহমান (৪০) নামে একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত জিয়াউর রহমান গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে।

রবিবার সকাল ৯টার দিকে করমদী গ্রামের বহলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরও চারজন। আহতরা হলেন একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে বোরহান উদ্দীন ((৩০), ফজলুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম (২০), লালন হোসেন (৩৫), আবুল হোসেন (৩২), লালন আলী (২৮), ভোলারদাড় গ্রামের শ্যালো ইঞ্জিনচালিত আলগামন চালক সাইদুল ইসলাম (৩২)।

স্থানীয়রা জানান, ধান কাটার এসব শ্রমিক শ্যালো ইঞ্জিনচালিত আলগামনে চড়ে ধানকাটার উদ্দেশে করমদী বহলপাড়া এলাকার মাঠে যাচ্ছিলেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তারা আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে বামুন্দীর একটি ক্লিনিকে নিলে জিয়াউর রহমানের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১৩, ২০১৮ ১২:২৮ অপরাহ্ণ