১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১১:৫০

ফ্রান্সে দুর্বৃত্তের হামলা: নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যস্ত রাস্তায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। এসময় পুলিশের গুলিতে অজ্ঞাতনামা ওই হামলাকারীও নিহত হয়।

তার আগে ওই দুর্বৃত্তের ছুরিকাঘাতে আরও কয়েকজন গুরুতর আহত হন। তবে, হামলার কারণ তাৎক্ষনিকভাবে যানা যায়নি। মধ্য প্যারিসের ওপেরা শহরে ওই হামলার ঘটনা ঘটে। এ সময় আতংকিত লোকজনকে প্রাণভয়ে ছুটাছুটি করতে দেখা গেছে। কেউবা আশ্রয় নিয়েছেন রেস্তোঁরায় আবার কেউবা রাস্তা থেকে দৌড়ে কোন ক্যাফেতে লুকিয়েছেন।

পুলিশ প্রথমে হামলাকারীতে নিবৃত করার চেষ্টা করে। কিন্তু হামলাকারী পুলিশের উপরও হামলা করাতে চাইলে পুলিশ তাকে পরপর দুটি গুলি করলে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই দুর্বৃত্ত।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১৩, ২০১৮ ১০:১০ পূর্বাহ্ণ