২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী থেকে চট্টগ্রামের মিরসরাই পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার পথে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এতে ঢাকা থেকে ফেনী পৌঁছাতে ৩/৪ ঘণ্টার পথে সময় লাগছে ১৫-১৭ ঘণ্টারও বেশি। গত বৃহস্পতিবার এ যানজট শুরু হয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত এ যানজট ছাড়েনি। ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থেকে অতিষ্ঠ হয়ে পড়েছেন যাত্রী ও চালকরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার শুরু হওয়া যানজট শুক্রবারের পর শনিবার সকালেই একদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড ও অপরদিকে কুমিল্লা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এদিকে যানজট এড়াতে কিছু বাস ও ট্রাক মিরসরাইয়ের বারৈয়ারহাট করেরহাট হয়ে প্রায় ৪০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা অতিক্রম করে ফেনীর শহরে প্রবেশ করলেও মহাসড়কে প্রবেশ করতে পারছে না বলে খবর দিয়েছেন চালকরা।

ফেনী জেলা ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক সাংবাদিকদের জানান, যানজট পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ সদস্যরা রীতিমত হিমশিম খাচ্ছেন। পুলিশ সারাক্ষণ রাস্তায় টহল দিচ্ছে। এদিকে চট্টগ্রামের বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান হাবিব সাংবাদিকদের জানান, যানজট দেখলেই রাস্তার পাশে গাড়ি ফেলে সরে পড়েন চালক, এতে রাস্তা সংকুচিত হয়ে যানজট তীব্রতা পাচ্ছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :মে ১২, ২০১৮ ১:১৬ অপরাহ্ণ