১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৪

রাজ-শুভশ্রী: দুইয়ে দুইয়ে হলো চার

বিনোদন ডেস্ক:

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও কলকাতার বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর বিয়ে গতকাল দিবাগত রাতে।

দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ঘুচিয়ে শুক্রবার রাত ১১টায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

দক্ষিণ চব্বিশ পরগণায় বাওয়ালি রাজবাড়িতে আয়োজন করা হয় ‘রাজ-শ্রী’র জমকালো বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের উপস্থিতিতে বাঙালি নিয়মেই শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

এর আগে সকালে একই স্থানে অনুষ্ঠিত হয়েছে রাজ-শুভশ্রীর গায়েহলুদ। এ অনুষ্ঠানে অংশ নেয়ার আগে রাজবাড়িতে বসে রাজ-শুভশ্রীর আইবুড়ো ভাতের আসর। অনুষ্ঠানে কাঁসার থালায় রাজকে ভাত খাইয়ে দেন শুভশ্রী।

বিয়েতে শুভশ্রী পরেন সব্যসাচী মুখার্জির ডিজাইন করা লাল বেনারসি শাড়ি। বাঙালি বধূবেশেই দেখা যায় শুভশ্রীকে। বাঙালি পোশাকে সাজেন রাজও।

আগামীকাল ১৩ মে অনুষ্ঠিত হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এতে ঢালিউডের নামিদামি তারকাদের অংশ নেয়ার কথা রয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১২, ২০১৮ ১২:৫৯ অপরাহ্ণ