১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

ঝড়ে চলন্ত মাহেন্দ্রর ওপর গাছ পড়ে যুবক নিহত

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কালবৈশাখী ঝড়ে চলন্ত মাহেন্দ্রর ওপর গাছ পড়ে তরুন দাস (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার রাতে উপজেলার খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তরুন দাস খুলনা জেলা সদরের ধর্মসভা রোডেল যোগেশ দাসের ছেলে। বাগেরহাট কাটাখালী হাইওয়ে থানার ওসি আজিজুল ইসলাম জানান, রাতে ঝড়ের মধ্যে মাহেন্দ্র যোগে খুলনায় ফেরার পথে ফকিরহাটের খাজুরা নামক স্থানে ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মাহেন্দ্রটি।

এসময় মাহেন্দ্র যাত্রী তরুন দাস ঘটনাস্থলে নিহত এবং তার ভাই অশোক দাস (৫২) ও গাড়ি চালক অজ্ঞাত আহত হয়।

রাতে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহত তরুন দাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দৈনিক দেশজনতা/ টি এইচ

প্রকাশ :মে ১২, ২০১৮ ১২:৪৮ অপরাহ্ণ